
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি: জমি আন্দোলনের অন্যতম ভূমি সিঙ্গুরের বেড়াবেড়ি থেকে শুরু হল প্রচার। বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকার দক্ষিণপাড়া এলাকা থেকে হুডখোলা গাড়িতে রোড শো করে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। এরপর বেড়াবেড়িতে সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো দেন। বেড়াবেড়ি হরিসভায় পুজো দেন। জনতার উদ্দেশ্যে বাতাস হরিলুট দেন। শনিবার তিনি নানান কর্মসূচি পালন করলেন সিঙ্গুরে। অন্যান্য জায়গার মতো এদিনও সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীর প্রচার কর্মসূচি ঘিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রীর সঙ্গে হাত মেলানোর পাশাপাশি চলতে থাকে সেলফি তোলার হিড়িক। দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে বেড়াবেড়ি চৌখণ্ডিপোঁতা এলাকায় মানিক বাগের বাড়ির মাটির দাওয়ায় দুপুরের মধ্যাহ্নভোজ ‘একতা ভোজ’ সারেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না। বিকেলে গোপালনগর সাহানাপাড়া এলাকায় সরকারি প্রকল্পের সুবিধাভোগী উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর আনন্দনগরে আয়োজিত জনসভায় অংশগ্ৰহণ করেন। সম্প্রতি প্রচারে বেরিয়ে বামফ্রন্ট প্রার্থী অভিযোগ তুলেছেন ২০১১ সালে বামফ্রন্ট চলে যাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ একটা শিল্পশূন্য রাজ্যে পরিণত হয়েছে। কোনও বিনিয়োগ হয়নি। নতুন কোনও শিল্প হয়নি। এদিন সেই অভিযোগের কড়া জবাব দিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কখনোই কল–কারখানার বিরুদ্ধে ছিলেন না। তিনি জোর করে জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি সব সময় বলেছেন কারখানা হোক। কিন্তু তা কৃষিজমি কেড়ে নিয়ে নয়। শিল্পের নির্দিষ্ট জমিতে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগে শো করার জন্য তিনি যাতায়াত করেছেন রাতে। তাই কারখানার ধোঁয়া দেখতে পাননি। আর এখন প্রত্যেক দিন দিনের বেলায় তিনি ঘুরছেন। কারখানা নজরে পড়ছে। কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখছেন। রচনার কথায়, শিল্প হলেও দুর্ভাগ্য সেটা বিরোধীদের নজরে পড়ছে না।
ছবি: পার্থ রাহা
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও